203825

ডিজিটাল কার্ড পাচ্ছেন চলচ্চিত্র শিল্পীরা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব গঠিত কমিটি তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন ধরনের কর্মসূচী বাস্তবায়নে মাঠে নেমেছেন। যার ধারাবাহিকতায় শিল্পী সমিতির তালিকাভুক্ত শিল্পীদের স্বাস্থ্য সেবা দিতে যাচ্ছে ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল। পাশাপাশি শিল্পীদের দেয়া হচ্ছে ডিজিটাল কার্ড।

শিল্পীরা এই কার্ডের মাধ্যমে ইনসাফ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট পাবেন । শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, কার্ডের মাধ্যমে শিল্পীদের সকল তথ্য অনায়েসেই পাওয়া যাবে। পাশাপাশি এ কার্ডের মাধ্যমে শিল্পীরা চিকিৎসা সুবিধাসহ বিভিন্নরকম সুবিধা পাবেন। ইতোমধ্যে আমরা ইনসাফ হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এখানে চিকিৎসা নিলে শিল্পীরা ডিসকাউন্ট পাবেন। এ ছাড়া আরো কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হবো। সেখান থেকেও শিল্পীরা সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (২ মার্চ) শিল্পী সমিতির কার্যালয় থেকে শিল্পীদের এই কার্ড প্রদান করা শুরু হয়েছে বলেও জানান জায়েদ খান।

ad

পাঠকের মতামত