202323

এই মাত্র পাওয়া: রাজধানীতে ৩ তলা একটি ভবন ভেঙ্গে পড়েছে

নিউজ ডেস্ক।। রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি ভবনের ছাদ ধসে পথচারীসহ দুই ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

শনিবার (২৪ ফেব্রয়ারি) রাত ১০টা ২০ মিনিটে ভবনটির দ্বিতীয় তলার ছাদের একাংশ ধসে পড়ে। এ খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের টেলিফোন অপারেটর বাবুল মিয়া।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে আপাতত যানচলাচল বন্ধ রয়েছে।

ad

পাঠকের মতামত