
যেভাবে আটক করা হয় জামিনে থাকা আলালকে
কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাদা পোশাকের ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
এর আগে আজ সকালে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে অংশ নিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগে থেকে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারাও কর্মসূচিতে অংশ নেন। বিএনপি’র কর্মীরা কালো পতাকা হাতে সড়কে অবস্থান নিলে তাদেরকে বেধড়ক লাঠিপেটা শুরু করে পুলিশ।
পরে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করে পুলিশ। এ সময় বেশকজন আহত হয়।
কিন্তু পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যার বিএনপির এ কর্মসূচি। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে দলটি। সংবাদ সম্মেলনের পর কেন্দ্রীয় কার্যালয় থেকে মওদুদ আহমেদের সঙ্গে বেরিয়ে আসেন মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় সাদা পোশাকের ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় আলাল ডিবি পুলিশদের বলেন, আমাকে কেন আটক করছেন। আমি তো আদালত থেকে জামিনে আছি। তারপরও পুলিশ তাকে নিয়ে যায়।
এ বিষয়ে ডিএমপি’র মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান সাংবাদিকদের জানান, সড়ক দখল করে শান্তি বিঘ্নকারী কর্মসূচি পালন করায় বাধা দিয়েছে পুলিশ। এ কর্মসূচি পালনে কোনো অনুমতি ছিল না বলেও জানান তিনি।