196782

শেষ বিকেলের আতঙ্ক নিয়ে ফিরল টাইগাররা!

এমন শেষ বিকেল বহু বার এসেছে। এমন কোনো সেশনের শেষটা বহুবার ডিবাকল দিয়ে শেষ হয়েছে। শ্রীলঙ্কাকে এই তিন উইকেট উপহার দিয়ে আসার কোনো দরকার ছিল না। বিশেষত দিনের শেষ ওভারে মুশফিকুর রহীমের উইকেটটি। ১৯৯.৩ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৭১৩ রান সংগ্রহ করেছে প্রথম ইনিংসে। ঠিক ২০০ রানের লিড। চাপ নিয়ে দ্বিতীয় ইনিংসে ভাল শুরুই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তবে ওই যে ইতিহাস। তার পুনরাবৃত্তি আবার করলেন দুই ওপেনার। দুজনই উইকেট হারিয়ে ফের জাগিয়ে দিলেন ব্যাটিং অর্ডার ধসে পড়ার সেই পুরোনো ভয়ের শিরিশিরে অনুভূতি। দিনের শেষ ওভারে উইকেট হারালেন মুশফিকও। তবে তার উইকেটটির পেছনে সিলি পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের দুর্দান্ত ক্যাচের ভূমিকাই বেশি। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে দিনের শেষ ২৬.৫ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করেছে ৮১ রান। শ্রীলঙ্কার চেয়ে এখনও ১১৯ রানে পিছিয়ে টাইগাররা।

ad

পাঠকের মতামত