মিথিলার বোনকে রোববার ঘরে তুলছেন ইরেশ
ছোট পর্দার পরিচিত মুখ ইরেশ যাকের। শুধু নাটকেই নয়, চলচ্চিত্রেও অভিনয় করছেন। ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল অভিনেতা হিসাবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।
দীর্ঘদিন চুপিচুপি প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন এ অভিনেতা। পাত্রী অভিনেত্রী মিথিলার ছোট বোন মিম রশিদ। পারিবারিকভাবেই এই বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতদিন বিয়ের দিনক্ষণ জানা যাচ্ছিল না। অবশেষে জানা গেল সেই খবরও। আগামী ৪ ফেব্রুয়ারি রোববার মিথিলার বোনকে ঘরে তুলতে যাচ্ছেন ইরেশ।
গণমাধ্যমকে ইরেশের মা সারা যাকের জানান, আজ শুক্রবার দুই পরিবারের সদস্যরা মিলে ‘গায়েহলুদ ও মেহেদী অনুষ্ঠান’ আয়োজন করেছেন।
এতে তাদের খুব কাছের বন্ধু ও আত্মীয়স্বজন উপস্থিত থাকবেন। ৪ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে ইরেশ ও মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আর এ বছরের মার্চে নেপালের কাঠমান্ডুতে বউভাত অনুষ্ঠান করবেন তারা।
জানা যায়, ইরেশ ও মিমের বিয়ের কথাবার্তা পাকাপাকি করতে গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় দুই পরিবারের সদস্যরা একসঙ্গে বসেন। সেদিনই বিয়ের এ দিনক্ষণ ঠিক করেন তারা।