‘এ ধরনের ছবি আমাদের দেশে এর আগে হয়নি’
বিনোদন ডেস্ক ।।
নায়িকা ববি সর্বশেষ ভারতের রামুজি ফিল্ম সিটিতে তার নতুন ছবি ‘নোলক’-এর শুটিং করে চলতি মাসে ঢাকায় ফিরেছেন। সেখানে ছবির বেশির ভাগ অংশের কাজ শেষ করেছেন ববি ও শাকিব খান। ছবির অন্যতম প্রধান ভূমিকায় তারা দুজনই কাজ করছেন। আরো রয়েছেন ওমর সানী ও মৌসুমী। ‘নোলক’ ছবিতে কাজ শুরুর আগে ববি বলেছিলেন, এটা তার জীবনের আরেকটি অন্যতম কাজ হতে যাচ্ছে। এ কথার সূত্র ধরেই শুটিং অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে ববি মানবজমিনকে বলেন, এ ছবির গল্প ও দৃশ্যায়ন খুবই সুন্দর হয়েছে।
এর আগেও শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি কাজ করেছি আমি। তবে এ কাজটি সম্পূর্ণ আলাদা ধরনের। আর ছবির বেশকিছু লুক প্রকাশের পর দর্শকের সাড়াও পেয়েছি। এ ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা। বেশ বড় বাজেটের একটি রোমান্টিক ছবি এটি। গল্পটি শোনার পরই ভালো লেগেছে আমার। আর এখন কাজ করেও ভালো লাগছে। দেশীয় শিল্পীদের প্রাধান্য দিয়েই ছবিটির কাজ হয়েছে। সামনে এ ছবির বাকি দৃশ্যায়ন হবে। এ ছবির বাইরে এ মাসেই ‘বেপরোয়া’ নামে আরেকটি নতুন ছবির গানের শুটিংয়ে অংশ নিতে ব্যাংকক যাচ্ছেন ববি। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন রোশান। ব্যাংকক যাওয়ার বিষয়ে ববি বলেন, এর আগে হায়দরাবাদে রামুজি ফিল্ম সিটিতে এ ছবির কাজ হয়েছে। এবার এ মাসের দ্বিতীয় সপ্তাহে এ ছবির বাকি কাজ ও গানের জন্য ব্যাংককে যাবো। বর্তমানে সেই প্রস্তুতিই চলছে। ছবিটির কাজে নয় থেকে দশ দিন ব্যাংককে থাকতে হবে।
ছবি পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। তার সঙ্গে প্রথম কাজ হলেও আমাদের সবার সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে ছিলেন তিনি। আশা করি, ছবিটির কাজ দর্শকরা পছন্দ করবেন। এদিকে ববি অভিনীত ও তার প্রযোজিত ছবি ‘বিজলি’ মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। এটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এক দুর্ঘটনায় অলৌকিক ক্ষমতা পাওয়া একটি মেয়ের গল্প থাকছে এ ছবিতে। মানুষের কল্যাণে ব্যবহার করা হয় সে ক্ষমতা। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। তার চরিত্রটি একজন ‘সুপারওম্যান’-এর। এ ছবি কবে সেন্সরে যাবে- এমন প্রশ্নে ববি বলেন, এরই মধ্যে ভিএফএক্সসহ বেশকিছু বিষয়ে সম্পাদনার কাজ শেষ হয়েছে। এ মাসের যে কোনো দিন ছবিটি সেন্সরে জমা দেওয়ার ইচ্ছে রয়েছে।
এ ছবি নিয়ে একটি কথাই শুধু বলবো- আমাদের দেশে এ ধরনের ছবি এর আগে হয়নি। বেশ ব্যয়বহুল। নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে। ‘বিজলী’ ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। ছবিটিতে ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা রণবীর। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ ’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পথচলা শুরু হয় ববির। এরপর ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘অ্যাকশন জেসমিন’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘ওয়ান ওয়ে’সহ বেশকিছু ছবিতে কাজ করে দর্শকপ্রিয়তা পান ববি।
বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন তিনি। এদিকে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিরও কাজ শেষ হয়েছে। নতুন এ কাজ নিয়েও এ অভিনেত্রী বেশ আশাবাদী। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। ববি বলেন, এ ছবির গল্পটা আমার অন্য সব ছবির গল্প থেকে আলাদা। বৃদ্ধাশ্রমের বিষয়গুলো এ ছবিতে উঠে এসেছে। ছবির জন্য বেশ কষ্ট করেছেন পরিচালকসহ টিমের সবাই। আমার বিশ্বাস, ভিন্নমাত্রার গল্পের এ ছবিটিও দর্শক পছন্দ করবেন।