রাখী সাওয়ন্তের নয়া রেকর্ড!
বিনোদন ডেস্ক : খুল্লমখুল্লা কথা বলতে রাখি সাওয়ন্তের জুড়ি নেই। টানা হাফ বোতল চড়িয়ে ৫৫টি রিটেক দিলেন শ্রেফ মিকা সিংয়ের জন্য। গোটা শ্যুটিং সেট অবাক হয়ে যায় রাখীর এই কাণ্ডে।
তার আসন্ন ছবিতে রাখী সাওয়ান্ত একজন নেশাগ্রস্ত মহিলার ভূমিকায় অভিনয় করছেন। সেই ছবিতেই একটি চুম্বন দৃশ্যে অভিনয় করতে গিয়ে রীতিমত বিপাকে পড়েন রাখী। মদ্যপান ছাড়াও রিটেক-এর পর রিটেক দিয়ে যান রাখী।
এই ঘটনার কারণ হিসাবে রাখীর ব্যাখ্যা তিনি মিকা সিংয়ের সঙ্গে তার চুম্বনের ঘটনার আতঙ্ক ভুলতে পারছেন না। একটি সাক্ষাত্কারে একথা বলেছেন রাখি।
জানিয়েছেন, “যখন আমি সিনটি শুট করছিলাম, বেশ টেনশনে ছিলাম। আগে কখনও এমন সিন শুট করিনি। তাই একটু অস্বস্তিতে ছিলাম। আমাকে আধ বোতল অ্যালকোহল নিতে হয়েছিল। আমি জানতাম না ছবিতে কিসিং সিন রয়েছে। কিন্তু চরিত্রের তেমনই চাহিদা ছিল।’