196374

নতুন করে ‘ও পরানের পাখিরে…’

নাচে গানে ধামাকা মিউজিক ভিডিও ও পরানের পাখিরে। ৯০ দশকের একটি পুরোনো গানের কথা এটি। গানের এ কথা নিয়েই শিল্পী বেলাল খান ও বাঁধন সরকার পূজা নতুন করে গাইলেন গান।

গানের সঙ্গে নির্মাণ হলো ভিডিও। এতে আবার একেবারে ভিন্ন লুকে হাজির হলেন মডেল অর্ণব মারগুইলিস অন্তু ও মুমতাহিনা চৌধুরী টয়া। একেবারে মডার্ন ফ্লেভারে উপস্থাপন করা হয়েছে গানটির ভিডিও। রয়েছে র‌্যাপের সঙ্গে নাচ ও মডার্ন সব বাদ্যযন্ত্রের সমাহার।

মঙ্গলবার ধ্রুব মিউজিক ভিডিওর কর্ণধার ধ্রুবগুহ ও কণ্ঠশিল্পী আসিফ আকবরের উপস্থিতিতে এস এ প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হলো ভিডিওটি।

ইমতিয়াজ বাবুর গাওয়া ও কাজী ফারুক বাবুলের লেখা ৯০ দশকের সাড়া জাগানো গানটির প্রথম চার লাইনের সঙ্গে জোড়া দিয়ে বাকি কথাগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির নতুনভাবে সঙ্গীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। র‌্যাপ করেছেন স্লিম কিড। ভিডিও নির্মাণ করেছেন মতিউর সুমন।

গানটি প্রসঙ্গে শিল্পী বেলাল খান বলেন, এটি আমার অন্যতম ভালো একটি কাজ। গানটির প্রথম চার লাইন একটি বিখ্যাত পুরনো গান। তাই বেশ চ্যালেঞ্চ নিয়ে কাজটি করেছি। গানের সঙ্গে দারুণ একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে অন্য এক বেলাল খানকে দেখতে ও শোনতে পাবেন দর্শক।

পূজা বলেন, দারুন একটি গান হয়েছে। গানের সঙ্গে ভিডিওটিও অসাধারণ। গানটি শুনলে শ্রোতাদরে মধ্যে অন্যরকম এক ফিল চলে আসবে। মনে হবে তারা কোনো পার্টিতে বসে আছেন। আশা করি গানটি দর্শক শ্রোতাদের কাছে অনেক ভালো লাগবে।

ম্যাক্সব্যাগ প্রেজেন্ট নির্মিত গানটি এসএ প্রডাকশনের চ্যানেল ছাড়াও জিপি মিউজিক অ্যাপে গানটি শুনতে পাবেন শ্রোতারা।

ad

পাঠকের মতামত