![196227](https://www.banglaline24.com/wp-content/uploads/2018/02/misty-taskin.jpg)
তাসকিনের সঙ্গে কেমন কাটল সময়? বললেন মিষ্টি জান্নাত
ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও মনোনিবেশ করেছেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে ‘সিনে ক্যাফে’ নামে একটি রেস্টুরেন্ট চালু করেছেন এই অভিনেত্রী। ক্যাফেতে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদকে। তাসকিনও তার আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল মঙ্গলবার সিনে ক্যাফেতে হাজির হয়েছিলেন।
সিনে ক্যাফেতে এসে বিভিন্ন রকমের খাবার খাওয়ার পাশাপাশি মিষ্টির সঙ্গে আড্ডা দেন তাসকিন। প্রায় ঘণ্টাখানেক ছিলেন বলে জানান মিষ্টি জান্নাত। এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘সিনে ক্যাফে রেস্টুরেন্ট খোলার পর তাসকিনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমার আমন্ত্রণে গতকাল এসে ঘণ্টাখানেক ছিল। রেস্তোরাঁয় খাবার খেয়ে তাসকিন প্রশংসা করেছে। সময়টা বেশ ভালোই কেটেছে।’
এক বছর আগে মিষ্টি ‘জান্নাত এক্সপ্রেস’ নামে একটি ফ্যাশন হাউস চালু করেন। এটি রাজধানীর গুলশানে অবস্থিত।
সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে মিষ্টি জান্নাতকে। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সাইমন সাদিক। এ ছাড়াও ‘রংবাজ খিলাড়ি’ নামের একটি তামিল সিনেমায় অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন সত্যপ্রকাশ। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি।
তা ছাড়া ওপার বাংলার সূর্য্যের বিপরীতে ‘তুই আমার রানী’, সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’ নামের সিনেমার শুটিং শেষ করেছেন মিষ্টি। এগুলো এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।