নববধূর গলাকাটা দেহ উদ্ধার
গলা কাটা অবস্থায় উদ্ধার হল এক নববধূর দেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারে। এদিন সকালে ইটাহারের দুর্গাপুরের কুকরাগন্ডা এলাকায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ইটাহার থানায় খবর দেওয়া হলে পুলিস এসে দেহটি উদ্ধার করে। জানা গিয়েছে, কুকরাগন্ডা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পরিতক্ত্য রাইস মিল রয়েছে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, রাইস মিলের পাশে পড়ে রয়েছে এক তরুণীর দেহ। পরনের নতুন শাড়ি, গলায় ধারালো অস্ত্রের
আঘাতের চিহ্ন। সিঁথিতে চও়ড়া সিঁদুর, শাড়ি দেখে পুলিসের প্রাথমিকভাবে অনুমান, ওই তরুণীর সদ্য বিয়ে হয়েছিল। তবে ওই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। সম্ভবত অন্য জায়গায় তাকে খুন করে ওই জায়গায় দেহ ফেলে যায় দুষ্কৃতীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।