আসামী ছিনতাই করতে এসেও সেলফি তোলার হিড়িক!
ইদানিং সেলফি যেন একটা রোগে পরিণত হয়েছে। সেলফি তোলার জন্য বাবা শিশু সন্তানকে উচু দালানের জানালা দিয়ে বাইরে এক হাতে ধরে অপর হাতে সেলফি তোলার ঘটনা এসেছে প্রকাশ্যে। তেমনি বয় ফ্রেন্ড গার্ল ফ্রেন্ড ঘনিষ্ট মুহুর্তে থেকে তোলা সেলফি তো অনেক সময় কারো কারো আত্মহত্যার কারন হয়েও দাড়িয়ে যায়। ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে পড়া , ব্রীজ থেকে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে যাওয়া কিংবা ঝর্নার পাশে সেলফি তুলতে গিয়ে সলীল সমাধি হওয়ার অসংখ্য নজর তো আছেই। কিন্তু মারামারি করতে গিয়ে সেলফি?
ইতিপূর্বে এমন ঘটনা না ঘটলেও কিংবা প্রকাশ্যে না আসলেও এবার সেটাই আসল। গতকাল পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীরা আটক দুইজনকে ছিনিয়ে নেন পুলিশের কাছ থেকে। এসময় পুলিশের রাইফেল ভেঙ্গে ফেলেন। পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল আজিমসহ কয়েকজন আহত হন।
বিকালের দিকে আচমকা হামলা চালিয়ে আসামী ছিনতাইয়ের মধ্যেই ঘটে গেল অন্যরকম ঘটনা। হামলাকারীদের অনেকেই তখন সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। অ্যাকশনের সাথে সাথে সেলফি। যেন কোন পিকনিক করতে এসে সেলফি কোলার হিড়িক। এই ছবি পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।