195616

যে ৬টি আইনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি

দশম জাতীয় সংসদের চলতি ১৯তম অধিবেশনে পাস হওয়া ৬টি আইনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৯ জানুয়ারি) প্রস্তাবিত আইনগুলোকে তিনি সম্মতি দেয়ায় এগুলো কার্যকর হয়েছে।

জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো তথ্য বিবরণীতে এটি জানানো হয়।

আইনগুলো হল, মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) বিল, ২০১৮; বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস বিল, ২০১৮; রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮; ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল, ২০১৮; কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থপনা বিল, ২০১৮; এবং বীজ বিল, ২০১৮।

ad

পাঠকের মতামত