195423

ভাইরাল: ১০ বছরের সন্তানকে এ কেমন নির্যাতন! (ভিডিও)

অনলাইন ডেস্ক : শিশুটির বয়স মাত্র ১০ বছর। এই শিশুকেই বেধড়ক মারধর করছেন তার বাবা। মারের হাত থেকে বাঁচতে বার-বার ক্ষমা চেয়েছে শিশুটি। কিন্তু তাতেও গলেনি বাবার মন। ছেলের ওপর ‘অকথ্য’ নির্যাতন চালিয়ে যেতে থাকেন তিনি। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য।

ঘটনাটি প্রায় দুমাস আগে ভারতের কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালুরু শহরে ঘটে। স্থানীয় সময় শনিবার ওই বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মহেন্দ্র।

কিন্তু কী এমন অপরাধ ছিল শিশুটির? ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটুডের খবরে মিলেছে তার জবাব। সংবাদমাধ্যমটি জানায়, সন্তানের মিথ্যার জেরেই চটে যান তার বাবা। প্রথমে সন্তানকে খাটের ওপর আছড়ে ফেলেন তিনি। তারপর চলে বেধড়ক লাথি। পরে বেল্ট দিয়ে পেটানো হয় শিশুটিকে।

ঘটনার সময় শিশুটির মা সেখানেই ছিলেন। স্বামীর ভয়ে মুখ সে সময় খোলেননি তিনি। তবে পুরো ঘটনাটি ধারণ করেন মোবাইল ক্যামেরায়।

সম্প্রতি মোবাইলটি মেরামত করতে দিলে ভিডিওটি চোখে পড়ে দোকানের কর্মচারীর। তিনি বিষয়টি একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থাকে (এনজিও) জানান ও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এর পরই হাতে হাতকড়া পড়ে মহেন্দ্রর।

ad

পাঠকের মতামত