195426

বিষপান করে সাবেক প্রেমিককে পাঠালেন ভিডিও

সাবেক প্রেমিকের হাত থেকে বাঁচার জন্য বিষপান করে নিশা দেবীদাস নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, মৃত্যুর আগে বিষপানের ভিডিও করে ওই প্রেমিককে পাঠিয়েছিলেন তিনি।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়, ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভান্দ্রা জেলার বাসিন্দা নিশাকে ব্ল্যাকমেইল করছিলেন তার সাবেক প্রেমিকা নিখিল বোরকার। আর দশদিন বাদেই তার (নিশা) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু তার আগেই জীবন দিলেন তিনি।

খালিজ টাইমস জানায়, বিষপানের পরই নিশাকে ভান্দ্রা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিশার ভাই রবি কাভলে এ বিষয়ে জানান, আগামী ৪ ফেব্রুয়ারি তার বোনের বিয়ে হওয়ার কথা ছিল। নিশাকে অনেক দিন ধরে ব্ল্যাকমেইল করছিলেন নিখিল।   তাকে (নিশা) বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যবহার করে সে। এরপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেইল।

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, নিখিলের ব্ল্যাকমেইলের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত