বন্ধ হচ্ছে না ফেসবুক
নিউজ ডেস্ক : এসএসসি পরীক্ষার সময় প্রশ্নফাঁস ঠেকাতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা যেটা বলেছিলাম- আমরা বিটিআরসি’র সাথে আলাপ করবো তারা কোনো সহযোগিতা করতে পারেন কিনা। আমরা আলাপ করেছি, তারা বলেছেন পরীক্ষার সময়টায় এ বিষয়গুলো তদারকি করবেন, কোথাও এমন কিছু পেলে আমাদের জানাবেন। ত্বরিৎ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করবেন। এবং সে অনুসারে তারা ব্যবস্থা নেবেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের ফেসবুক বন্ধ করার কোনো ক্ষমতা নেই। আমরা আবেদন জানানোর কথা বলেছিলাম। আমরা বলেছি। তারা জানিয়েছেন যে বন্ধ না করেও অন্য পদ্ধতিতে তারা সহযোগিতা করবেন। কীভাবে করবেন তা তারা জানাবেন। অপরাধীরা যেহেতু এই ব্যবস্থা কাজে লাগাই সে জন্যই আমাদের এটা বলতে হয়েছে। অপরাধ বন্ধের জন্যই বলেছি।
এর আগে, গত ২৩ জানুয়ারি প্রশ্নফাঁস ঠেকাতে নতুন কিছু পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, এসএসসি পরীক্ষার সময় সীমিত সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে। উৎস: যমুনা টিভি।