195467

এমআরআই মেশিনে প্রাণ গেল রাজেশের

আত্মীয়কে ভারতের মুম্বাই শহরের নায়ার চ্যারিটেবল হালপাতালে এমআরআই করতে নিয়ে ‌গিয়েছিলেন রাজেশ মারু (৩২) নামের এক তরুণ। হাতে অক্সিজেনের সিলিন্ডার নিয়েই ওই আত্মীয়ের সঙ্গে এমআরআই রুমে ঢোকেন তিনি। এতেই ঘটে দুর্ঘটনা। এমআরআই মেশিনের কাছে ‌যেতেই ধাতব সিলিন্ডারটি টেনে নেয় এমআরআই মেশিনের চুম্বক।

প্রচন্ড চুম্বকীয় আকষর্ণে রাজেশ মেশিনের মধ্যে ঢুকে ‌যান। এ সময় অক্সিজেন সিলিন্ডারও লিক হয়ে ‌যায়। ওই অবস্থাতেই রাজেশকে ভেতরের দিকে টানতে থাকে এমআরআই মেশিন। মেশিন থেকে তাকে বের করা হলে দেখা যায় রাজেশের পুরো শরীর ফুলে গেছে। এ সময় তার নাক মুখ দিয়ে প্রবল রক্তপাত শুরু হয়ে ‌যায়। কয়েক মিনিটেই ‍মৃত্যু হয় তার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।

রাজেশের আত্মীয় হরিশ সোলাঙ্কি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে রাজেশের মৃত্যু হয়। ওয়ার্ড বয় আমাদের ভেতরে ডেকে নিয়ে ‌যায়। আমরা তাকে অক্সিজেন সিলিন্ডারের কথা বলি। কিন্তু সে জানায় কোনো সমস্যা হবে না। এর পরেই আমরা ভেতরে ঢুকি। তারপর এ ঘটনা ঘটে।

মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার বীরেন্দ্র মিশ্র জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা দায়ের করেছে রাজেশের পরিবার৷
আত্মীয়কে ভারতের মুম্বাই শহরের নায়ার চ্যারিটেবল হালপাতালে এমআরআই করতে নিয়ে ‌গিয়েছিলেন রাজেশ মারু (৩২) নামের এক তরুণ। হাতে অক্সিজেনের সিলিন্ডার নিয়েই ওই আত্মীয়ের সঙ্গে এমআরআই রুমে ঢোকেন তিনি। এতেই ঘটে দুর্ঘটনা। এমআরআই মেশিনের কাছে ‌যেতেই ধাতব সিলিন্ডারটি টেনে নেয় এমআরআই মেশিনের চুম্বক।

প্রচন্ড চুম্বকীয় আকষর্ণে রাজেশ মেশিনের মধ্যে ঢুকে ‌যান। এ সময় অক্সিজেন সিলিন্ডারও লিক হয়ে ‌যায়। ওই অবস্থাতেই রাজেশকে ভেতরের দিকে টানতে থাকে এমআরআই মেশিন। মেশিন থেকে তাকে বের করা হলে দেখা যায় রাজেশের পুরো শরীর ফুলে গেছে। এ সময় তার নাক মুখ দিয়ে প্রবল রক্তপাত শুরু হয়ে ‌যায়। কয়েক মিনিটেই ‍মৃত্যু হয় তার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।

রাজেশের আত্মীয় হরিশ সোলাঙ্কির বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে রাজেশের মৃত্যু হয়। ওয়ার্ড বয় আমাদের ভেতরে ডেকে নিয়ে ‌যায়। আমরা তাকে অক্সিজেন সিলিন্ডারের কথা বলি। কিন্তু সে জানায় কোনো সমস্যা হবে না। এর পরেই আমরা ভেতরে ঢুকি। তারপর এ ঘটনা ঘটে।

মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার বীরেন্দ্র মিশ্র জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা দায়ের করেছে রাজেশের পরিবার৷

ad

পাঠকের মতামত