194939

মর্মান্তিক: ট্রাকের ধাক্কায় গেল শ্যালক-ভগ্নিপতির প্রাণ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি আলু বোঝাই ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা শ্যালক-ভগ্নিপতি বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী হারুন (৩২)গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আজিজ ছেলে। তার ভগ্নিপতি খোরশেদ আলম বিপ্লব (২৮)বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নাজির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। জুনদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি আলু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুই জন শ্যালক ও ভগ্নিপতি। তারা পেশায় ভেটেরিনারী পল্লী চিকিৎসক। এ ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
এসআই মহিম আরও বলেন, নিহতদের মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে আছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হবে।

ad

পাঠকের মতামত