জোবায়দা আসছেন ঢাকায়?
বৃহস্পতিবার রাতেই বেগম জিয়া কথা বলেছেন লন্ডলে পলাতক তার ছেলের সঙ্গে। রায়ের পর করণীয় নিয়ে মা- ছেলের কথাও হয়েছে। তারেক জিয়া চান , রায়ের আগেই তার স্ত্রী জোবায়দাকে ঢাকায় পাঠাতে। বেগম জিয়া বলেছেন, অপেক্ষা করতে। আগামী কয়েকদিন তিনি (বেগম জিয়া) দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলতে চান। মনোভাব জানতে চান সরকারের। এরপর জোবায়দার আসা না আসার সিদ্ধান্ত নিতে চান। বেগম জিয়া জানিয়েছেন, বিদেশি দূতাবাস গুলোর সঙ্গে কথা বলবে বিএনপির নেতৃবৃন্দ। সবকিছু বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।
তবে, তারেক জিয়া অপেক্ষা করতে রাজী নন। এখনই আন্দোলন শুরু করতে চান। বেগম জিয়া বলেছেন অন্যকথা, তাঁর মতে রায় নিয়ে জনমত বিএনপির পক্ষে। তাই এখনই কিছু করার পক্ষপাতী নন। রায়ের পর, আন্দোলন করলে জনগণ সম্পৃক্ত হবে। মা-ছেলের মতামত দুই মেরুতে থাকলেও, রায়ের আগে পরে কোন এক সময় বিএনপির হাল ধরতে বেগম জিয়া আসছেন, তা মোটামুটি নিশ্চিত। তবে তিনি কবে আসছেন তা এখনো নিশ্চিত নয়।
সূত্র:বাংলা ইনসাইডার