প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত আইজিপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে সদ্য নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে নতুন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা উভয়ে কুশল বিনিময় করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নতুন আইজিপি।
উল্লেখ্য, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার এই নিয়োগ আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আইজিপি হিসেবে এ কে এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন ড. জাবেদ।