194685

জয় ও আমাকে খরচ দেওয়া বন্ধ করেছেন শাকিব: অপু

শাকিব খান ও অপু বিশ্বাসের তালাক এখনো কার্যকর হয়নি। তবে এরইমধ্যে শাকিব তার স্ত্রী অপু বিশ্বাস ও তাদের একমাত্র সন্তান জয়ের খরচ দেয়া বন্ধ করে দিয়েছেন। অপু বিশ্বাস নিজেই গণমাধ্যমে এ দাবি করেছেন।

অপু বলেছেন, ডিসেম্বরে তালাকের নোটশি পাঠানোর আগ পর্যন্ত শাকিব খান এক লাখ টাকা করে পাঠাত। কিন্তু এরপর থেকে আর দিচ্ছে না। তার কাছে হয়তো মনে হয়েছে, লেটার পাঠানোর পর আর দেয়া লাগবে না। তাই হয়তো দিচ্ছে না।

অপু বিশ্বাস বলেন, শাকিব বলেছে, বাচ্চার জন্য বিদেশ থেকে ড্রেস নিয়ে এসেছে। কিন্তু বাচ্চা খাবে কী, সেটা কিন্তু সে দেখছে না। আমার বাসার ভাড়াটা সেই দেয়। এবারে তাও দিয়ে যায়নি। ওর এসবে কোনো টান নেই, সংসার নিয়ে হয়তো ভাবনাও নেই। ওর ক্যারিয়ার দরকার। ক্যারিয়ারের জন্য ও প্রেম, ভালোবাসা, সংসার, পরিবার সবই জলে ভাসিয়েছে।

ad

পাঠকের মতামত