194768

আবাসিক হোটেলে তরুণ-তরুণীর অসামাজিক কর্মকাণ্ড, অতঃপর

ফরিদপুর থেকে: অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে ১০ জন নারী-পুরুষকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আজ বেলা দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের একটি দল এ অভিযান চালায়। এসময় আলবেগ হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ১০ জনকে আটক করা হয়।

আটককৃতরা হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। আটককৃত আকাশ (২২), সাদ্দাম (২৫), সামিয়া আক্তার (২৮), ময়না (২২), আশা বেগম (২৭), শেখ কামাল (৩২), আবুল খায়ের উজ্জল (৩৮), মনিরুজ্জামান (২৮), ওমর ফারুক (২৫), নিঝুমকে (২২) ১৫ দিন করে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক পারভেজ মল্লিক ও মতিউর রহমান। এছাড়া হোটেল ম্যানেজার অধির চন্দ্র দেবনাথকে ৩ মাসের সাজা প্রদান করা হয়। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আল বেগ নামের এ আবাসিক হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এর আগেও বেশ কয়েকবার এ হোটেলটিতে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষকে আটক করে। হোটেল মালিক ও ম্যানেজারকে সাজা প্রদান করা হয়েছিল। কিন্তু তারপরও এ হোটেলটিতে অসামাজিক কর্মকান্ড থামেনি।

ad

পাঠকের মতামত