
চা খেতে নির্বাচন কমিশনে মমতাজ!
বিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই নির্বাচন কমিশনে (ইসি) দেখা গেল মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।
মঙ্গলবার দুপুরে সীমানা নির্ধারণের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন তিনি। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি।
নির্বাচন কমিশন থেকে বের হয়ে মমতাজ বলেন, ‘নির্বাচন কমিশনার আমার পূর্ব পরিচিত। কোনো কারণ নেই, এমনিতেই চা খেতে আসছিলাম। ’
তবে মমতাজ যে কেবল চা খেতেই নির্বাচন কমিশনে এসেছিলেন- এটা মানতে নারাজ অনেকে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ইসি সীমানা পুনর্নির্ধারণের কাজে হাত দিয়েছে। নির্বাচন কমিশন অর্ধশতাধিক আসনে কমবেশি পরিবর্তন আনতে চায়। ইসির খসড়া তালিকায় যেসব আসনে পরিবর্তনের কথা প্রকাশ হয়েছে, তার মধ্যে মমতাজের নির্বাচনী আসনের (মানিকগঞ্জ-২) নামও রয়েছে। একারণেই নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন মমতাজ।