
আমি কী চোর নাকি সন্ত্রাসী : শাকিব খান
বিনোদন ডেস্ক :
শাকিব খান বলে কথা। তাই তো তিনি যাই করেন, সেটাই যেন খবরের শিরোনামে আসে। সম্প্রতি তার দেশে ফেরা নিয়েও হচ্ছে নানান খবর। কেউ বলছেন শাকিব খান চুপি চুপি ঢাকায় এসেছেন। শাকিব খান কবে দেশে ফিরেছেন- এ নিয়েও চলছে নানান কানাঘুষা।
আবার কেউ বলছেন বিশেষ মহলের চাপে বাধ্য হয়েছেন দেশে ফিরেছেন শাকিব। তবে এসব প্রশ্নে অনেকটা উত্তেজিত হয়ে পাল্টা প্রশ্ন করলেন শাকিব খান। বললেন, বিশেষ মহলটা কে? আমি জানতে চাই। আমি কী চোর নাকি শীর্ষ সন্ত্রাসী? আমি কী দেশের বাইরে পালিয়ে আছি যে, বিশেষ মহলের চাপে দেশে ফিরতে হবে?
শাকিব খান বলেন, আমি আমার সন্তান জয়কে দেখার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। মূলত তাকে দেখতেই আমি অল্প সময়ের জন্য ঢাকায় এসেছি। আজ রাতে আবার অস্ট্রেলিয়ায় যাচ্ছি। আমি এসব ভিত্তিহীন খবরের ধার ধারি না।’
অন্যরা যা পড়ছেন…
রহস্য কী, হঠাৎ অপু বিশ্বাসের ফুরফুরে থাকার?
বিনোদন ডেস্ক : শাকিবকে কিছুতেই কাছে পাচ্ছেন না অপু বিশ্বাস। সম্প্রতি তাকে ঢাকাতে পাওয়া বড়ই কঠিন হয়ে পড়েছে। তিনি কলকাতা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া আর লন্ডনে ছুটে চলছেন অবিরাম। কাজের ফাঁকে ছেলেকে দেখতে কলকাতা থেকে ঢাকাই ফিরলেও তিনি আজ বুবলিকে সাথে নিয়ে আবারও অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন।
এ দিকে শাকিব-অপুর তালাকনামা যেন অবহেলায় পড়ে আছে সিটি কর্পোরেশনের অফিসে। গত ১৫ জানুয়ারি সালিশি বৈঠকে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও, উপস্থিত হননি শাকিব খান। তিনি তার সিদ্ধান্তে অটল। কিছুতেই অপু বিশ্বাসের সাথে সংসার করবেন না। কিন্তু বরাবরের মতো তখনও অপু ঠিক উল্টো পথে হেঁটেছেন। কিন্তু তাতে কোন লাভ হয়নি, হয়নি কোনও সমাধান।
তাই এখন অপু বিশ্বাসের শেষ ভরসা মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বিচ্ছেদ ঠেকাতে প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনা করবেন। অন্যদিকে বিচ্ছেদের মতো এত বড় কঠিন বোঝা মাথায় নিয়েও তিনি দিব্যি সবকিছু করে যাচ্ছেন। নিজের কষ্টটা কিছুতেই বুঝতে দিচ্ছেন না কাউকে। সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করেন।
আর তারই প্রমাণ ধরা পড়েছে পপ ধারার সংগীত শিল্পী বুশরার ক্যামরায় বন্দি হওয়া কিছু ছবিতে। বুশরা অপু বিশ্বাসের সাথে দুইটি ছবি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করতে গিয়ে লিখেছেন, ‘After long time with our Beauty Queen Apu Biswas, hangout’। ছবিতে অপুকে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে।
এত মানসিক যন্ত্রণায় থাকার পরও অপু’র মুখে এই হাসি সত্যি অনুপ্রাণিত হওয়ার মতো। জীবনের এ চরম বিপর্যয়ের মুহূর্তেও প্রিয় অভিনেত্রীকে এভাবে হাসিখুশি দেখতে পেয়ে ভক্তরা আবেগাপ্লুত হয়ে নানা কমেন্ট করতে থাকেন। এক ভক্ত লিখেছেন, ‘শুভ কামনা রইলো’। আরেক ভক্ত লিখেছেন, ‘দুইজনকে অনেক সুন্দর লাগছে ’।