সংসারটা ভালো যাচ্ছে না জাজ-ফারিয়ার!
‘ইন্সপেক্টর নটি কে’ কি জাজের সঙ্গে নুসরাত ফারিয়ার শেষ ছবি? সংসারটা ভালো যাচ্ছে না জাজ-ফারিয়ার। হাতে নতুন কোন ছবি নেই। নতুন কোন সিনেমার ঘোষনা আসবে বলেও সম্ভাবনা নেই। জাজের প্রযোজনায় ফারিয়ার নতুন বছরে এটাই একমাত্র সিনেমা হবে। জাজের কর্ণধর আব্দুল আজিজের সঙ্গে কথা বলে এমনটাই আঁচ পাওয়া গেল।
জানা গেল নতুন কাউকে নিয়ে আসছেন। আর ববির সঙ্গেও সম্পর্ক ভালো যাচ্ছে। সেক্ষেত্রে ছিটকে পড়ছেন ফারিয়া। কিন্তু ফারিয়া তাহলে এ সময়টা কীভাবে কাটাবেন? ‘অনেকদিন পড়াশুনায় মনোযোগি ছিলাম না। নতুন বছরটা পড়াশুনাটা ঠিকমতো করতে চাই। পরিবারকে সময় দিতে চাই। গত বছর খুব ফাঁকিবাজি করেছি। এবার আর সেটা করব না’।
প্রশ্ন ছিল যদি জাজের নতুন কোন প্রস্তাব না আসে। তাহলে কি জাজের বাইরের সিনেমায় অভিনয় করতে ইচ্ছুক? ‘সত্যি বলতে জাজের বাইরে গিয়ে কাজ করলে আমাদের সম্পর্কটা নষ্ট হবে। এটাই সত্য কথা। আমি ওয়েট করবো নতুন কোন প্ল্যানিংয়ের।
যদি এ বছর নতুন কোন সিনেমার ঘোষনা না আসে। আগামী বছর থেকে জাজের বাইরে গিয়ে ট্রাই করবো। আর জাজ প্রতি মাসে নিয়মিত বেতন আকারে বেশ বড় অঙ্কের একটা অর্থ দিয়ে থাকে। সেটা বন্ধ হলে তো অন্য কিছু করতে হবে। আর কাজ ছাড়া তো থাকতে পারবো না। আমি একজন শিল্পী। কম হোক বেশি হোক কাজ করতেই হবে’। উৎস : বাংলা ইনসাইডার