অজ্ঞাত ফোনকলের নিষ্ঠুর বলি!
একে কী বলবেন আপনি, বর্বরতা নাকি অসুস্থতা? এক ব্যক্তির ফোনে কে বা কারা কল করে তার মেয়েকে খোঁজ করে। আর সে কারণেই কিনা নিজের মেয়েকেই পিটিয়ে হত্যা করলো সেই লোকটি! শনিবার ভারতের অন্ধ্রপ্রদেশে ঘটে এ ঘটনা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
পুলিশ সূত্রে জানা যায়, খুনি পিতা ভেনকেট রামনা একজন অটো রিকসা ড্রাইভার। তার ফোনে কয়েকটা কল আসে। কিন্তু অপর প্রান্তে কথা বলছিলো না অথবা বললেও তার মেয়েকে খোঁজ করা হচ্ছিল। এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে, রামনা তার ১৫ বছরের মেয়ে কৃষ্ণবেনীকে জিজ্ঞেস করে তার কোনো রিলেশন আছে কিনা। কৃষ্ণবেনী জানায় কারো সাথে তার কোনো সম্পর্ক নেই। আর কারা তার বাবাকে ফোন দিয়েছে তা সে জানে না।
কিন্তু, পাষণ্ড পিতার মনে জন্ম নেই অবিশ্বাস। বোধবুদ্ধি হারিয়ে মেয়েকে পিটাতে থাকেন। একসময় মাথায় আঘাত লাগলে, কৃষ্ণবেনীর মৃত্যু হয়। এঘটনায় মামলা করে পিতা রামনাকে আটক করা হয়েছে। এ বর্বর ঘটনায় রাজ্যজুড়ে সৃষ্টি হয়েছে ক্ষোভ। এমন বর্বরতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। যমুনা অনলাইন