ব্যাঙ্ক কর্মীকে বিয়ে না করার ফতোয়া!
কোন ব্যাংক কর্মীর পরিবারে অথবা ব্যাংক কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না৷ নতুন ফতোয়া দিলেন দারুল উলুম দেওবন্দ৷ কারণ হিসাবে তিনি বলেছেন, ব্যাংক কর্মচারীরা যে টাকা রোজগার করেন তা ‘হারামের’ (অবৈধ) টাকা৷ তাই হারামের টাকায় সংসার চলে এমন পরিবারের চেয়ে অন্য কোন ‘পবিত্র’ পরিবারে পাত্রের খোঁজ করা উচিত৷ ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে এবং এই ফতোয়া শুধুমাত্র ভারতের ক্ষেত্রে প্রযোজ্য।
ইসলাম বা শরিয়াতে যেকোন ধরনের সুদ লেনদেন নিষিদ্ধ৷ দারুল উলুম সেই কথা মনে করিয়ে বলেছেন, এই সব পরিবারগুলিকে এড়িয়ে যাওয়াই উচিত৷ ব্যাংকে কাজ করে এমন পরিবারের সন্তানের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না৷ যারা হারামের টাকায় বড় হয়েছে তাদের কোন নৈতিক মূল্যবোধ নেই৷ এমন পরিবারে কি বিয়ে দেওয়া যায়? তাদের এড়িয়ে যাওয়া উচিত৷
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফতোয়া জারি করেছেন তিনি৷
সূত্র: জিনিউজ