নতুন বই দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের
খাগড়াছড়ি সদর উপজেলায় নতুন বইয়ের দেওয়ার কথা বলে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার উত্তর গঞ্জপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্কুলের অফিস কক্ষ থেকে সোমবার রাতে গ্রেপ্তার ওই শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান।
এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন।
এদিকে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে হাসপাতালের আবাসিক চিকিৎক নয়ন ময় ত্রিপুরা জানান। তবে প্রতিবেদন এখনও হাতে পাননি তারা।
মেয়েটির মা বলেন, সোমবার বিকালে উত্তর গঞ্জপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল তার মেয়েকে প্রথম শ্রেণিতে ভর্তি করে নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে অফিস কক্ষে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে রফিকুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।