জনসম্মুখে ইচ্ছেমতো শিক্ষককে জুতাপেটা ছাত্রীর
যৌন হয়রানির অভিযোগ তুলে চাঁদপুর ফরিদগঞ্জে রাসেল হাসান নামে খণ্ডকালীন এক শিক্ষককে প্রকাশ্যে জুতাপেটা করেছেন নবম শ্রেণির এক ছাত্রী।
ফরিদগঞ্জ এআর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকালে ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়াসহ ইউএনও ও ওসিকে দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক রাসেল হাসান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ সবই ষড়যন্ত্র। পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে’। প্রধান শিক্ষক বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে। অভিযোগ প্রমাণিত হলে রাসেল হাসানকে আইনের আওতায় আনা হবে। ছাত্রীর মামার অভিযোগ, রাসেল হাসান তার ভাগ্নিকে বিয়ের প্রস্তাব দিয়ে নানা সময় ঘৃণিত কাজ করেছে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রীর অভিভাবকরা জানান, ঘটনার সময় ছাত্রী স্কুলে উপস্থিত হয়ে রাসেল হাসানকে শিক্ষককক্ষ থেকে ডেকে বাইরে আনে। সে রাসেলকে নানা প্রশ্নে জর্জরিত করে। দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে ছাত্রী তার পা থেকে জুতা খুলে রাসেল হাসানকে পেটাতে শুরু করে।
সে চিৎকার করে বলে, রাসেল হাসান তাকে ফুঁসলিয়ে বিভিন্ন সময় যৌন হয়রানি করেছেন। কুপ্রস্তাব গ্রহণ না করায় তাকে কেমিস্ট্রি বিষয়ে তাকে ফেল করিয়েছেন’।