শাকিবের চাহিদা বাড়ছে ওপার বাংলায়
দেশীয় প্রযোজনার ছবির পাশাপাশি যৌথ প্রযোজনার ছবি করছেন এখন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তার অভিনীত ‘শিকারী’ ও ‘নবাব’ নামে দুটি যৌথ প্রযোজনার ছবি মুক্তি পাবার পর ওপার বাংলায় তার চাহিদা বেড়েই চলেছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে ও আশপাশের রাজ্যে তিনি দর্শকদের আমন্ত্রণে সাড়া দিয়ে বেশকিছু অনুষ্ঠানে অংশ নেন। এবার সেই ধারাবাহিকতায় আরো একটি অনুষ্ঠানে অংশ নিতে যাবেন এই তারকা। আয়োজক সূত্রে জানা যায়, কিছুদিন আগে আসামের ছোট্ট শহর বকোতে গিয়েছিলেন শাকিব খান। সেখানে তাকে আমন্ত্রণ জানানোর পর তিনি প্রায় লাখো দর্শকের সামনে হাজির হন।
হাচোরি গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে একটি অনুষ্ঠানেও আমন্ত্রণ পান শাকিব। আসাম মাতানোর পর আগামী ২০ জানুয়ারি এবার শাকিব উপস্থিত হবেন উত্তর ২৪ পরগনার হিংগলগঞ্জে। সুন্দরবনের নিকটবর্তী এ অঞ্চলের ভেটকিয়া নামক স্থানে ঐতিহাসিক ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।
সেই উপলক্ষেই আয়োজিত অনুষ্ঠানে ডাক পেয়েছেনর শাকিব খান। তিনিই আয়োজনটির মূল আকর্ষণ। ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও থাকবেন। এছাড়াও বাংলাদেশি নায়িকা শবনম ইয়াসমিন বুবলিসহ কলকাতার টেলিভিশন সিরিয়াল অনেক অভিনয়শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা যায়।
শাকিব খান সম্প্রতি ভারতের হায়দারাবাদে ‘নোলক’ নামে একটি নতুন ছবির প্রথম ধাপের শুটিং শেষ করেছেন। রাশেদ রাহা পরিচালিত এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন ববি। আরো রয়েছেন ওমর সানি ও মৌসুমী। সামনে শাকিব অভিনীত ‘আমি নেতা হব’ নামে একটি ছবি মুক্তি পাবে। উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।










