পাঁচদিনে কত আয় করলেন ‘টাইগার জিন্দা হ্যায়’
ব্লকবাস্টার হিট ছবি ‘এক থা টাইগার’ এর সিকুয়েল হিসেবে নির্মাণকৃত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি মুক্তির পর পুরই যেন মিড়িয়ায় তোলপাড় শুরু হয়েছে। আর রেকর্ডের সেরাদের তালিকায় পৌছে গেছেন ইতিমধ্যেই।
তবে অনেকেই মনে করেন সালমান খান, ক্যাটরিনা কাইফের জন্যই এমন আলোচনা হচ্ছে। ফ্লপ ছবি ‘টিউবলাইট’ এর পর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হচ্ছে, মুক্তির পর পাঁচদিন না পেরতেই ১৭৩ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে সালমান অভিনীত টাইগার জিন্দা হ্যায়।
সালমান-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’ সেই ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার গল্পে সালমানকে দেখা যাবে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সদস্য টাইগার ভূমিকায়। অন্যদিকে ক্যাটরিনাকে দেখা যাবে পাকিস্তানি চরের ভূমিকায়। আর এই দুজনের প্রেম নিয়ে তৈরি সিনেমার গল্প।
উল্লেখ্য, পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটিতে সালমান খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি ওই সিনেমায় রয়েছেন আদিত্য চোপড়াও।