184315

সাবেক ফুটবলার আমিনুল আটক

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে থেকে তাকে আটক করা হয়। আমিনুল হক বিএনপির ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া তিনটার দিকে শাহবাগ থানার পুলিশ আমিনুল হককে কদম ফোয়ারার সামনে থেকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।
.
আটকের পর আমিনুল হককে শাহবাগ থানায় রাখা হয়েছে। তবে কি অভিযোগে তাকে আটক করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে দলটির নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের সামনের সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়। এ সময় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে আটক করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর এই পথ দিয়ে গুলশানের বাসায় ফেরেন।


দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাবেক এই ফুটবলারও কদম ফোয়ারার সামনে দাঁড়িয়েছিলেন বলে দলটির নেতাকর্মীরা জানিয়েছেন।

উল্লেখ্য, আমিনুল হক ২০১০ সালে জাতীয় দল থেকে অবসর নেন। এরপর তিনি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেলা সোয়া ১১টায় রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক ড. আখতারুজ্জামান তার জামিন মঞ্জুর করেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল (ইকোনো কামাল), ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

অন্যদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামিরা হলেন- হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।

সূত্র: পরিবর্তন

ad

পাঠকের মতামত