184153

চোখের সাদা অংশে বেগুনি করতে এ কী কাণ্ড তরুণীর!

চোখের সাদা অংশ রঙিন করে সবাইকে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন। চেয়েছিলেন প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলতে। কিন্তু উল্টো চমকে গেলেন কানাডার মডেল কাট গ্যালিঞ্জার। চোখের সাদা রঙ বেগুনি করতে গিয়ে অন্ধ হতে বসেছেন তিনি।

শরীর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন তিনি। কানাডায় অনেকেই স্ক্লেরা স্টেইনিং করেন। তিনিও চেয়েছিলেন চোখের সাদা অংশকে প্রিয় রঙ বেগুনিতে রাঙাতে। কেউ তাকে বলেন সাদা অংশে ইনজেকশন দিয়ে পাওয়া যাবে কাঙ্খিত রঙ। সাথে সাথে রাজি হয়ে যান কাট।

ইনজেকশন দেয়ার সময়ই টের পান কিছু একটা গণ্ডগোল হয়েছে। গাল বেয়ে গড়াচ্ছে বেগুনি রঙ। আর চোখে তীব্র জ্বালা অনুভব করেন।

পরদিন আর ডান চোখ খুলতে পারেননি। সপ্তাহভর চোখ জ্বালাজ্বালা করেছে।

চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, দৃষ্টিশক্তি হারাতে পারেন কাট। এরপরেই ফেসবুকে ক্ষতিগ্রস্ত চোখের ছবি দিয়ে অন্যদের স্ক্লেরা স্টেইনিং করাতে নিষেধ করছেন কানাডার এই মডেল।

ad

পাঠকের মতামত