
এক খিলি কোহিনুর পানের দাম ৫ হাজার রুপি! কি আছে এই পানে?
দেখতে আর পাঁচটা সাধারণ পানের খিলির মতোই। কেবল দেখতে একটু বড় এই যা। আসল নাম কোহিনুর পান। কিন্তু ‘ভায়াগ্রা পান’নামেই বেশি জনপ্রিয়। এই পান যৌনশক্তি বেশ খানিকটা বাড়িয়ে দিতে পারে। এ কারণেই এর এমন নাম।
এই পানের জন্যই লোকমুখে বিখ্যাত ‘তারা পান সেন্টার।’মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ৫০ বছরেরও বেশি পুরনো এই দোকানে ৫১ রকমের পান পাওয়া গেলেও, ভিড় জমে এই ভায়াগ্রা পানের জন্যই। তবে এই পানের দাম বেশ চড়া। এক খিলি পানের দাম ৫০০০ রুপি। চমকে গেলেন? দোকানির কিন্তু দাবি, এই বিশেষ পানের ভিতর যা যা মশলা দেওয়া হয় তার তুলনায় এই দাম সামান্যই। ওই পানে এক বিশেষ সুগন্ধী ব্যবহার করা হয় যা পাওয়া যায় শুধুমাত্র বাংলাতেই।
দোকানির দাবি, ভায়াগ্রা পানের ভিতর ‘কস্তুরী’ব্যবহার করা হয়। এক কিলোগ্রাম কস্তুরির দাম ৭০ লক্ষ রুপি। থাকে কেশরও। যার দাম কেজি প্রতি ৭০ হাজার রুপি। সেই সঙ্গে থাকে ৮০ হাজার রুপি প্রতি কেজি দামের গোলাপ। তবে এই পানের মূল মশলা হল সেই গোপন উপাদানটি, যা যৌন ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে কয়েক গুণ। তবে সেই মশলা কোথা থেকে আসে, দামই বা কত, জানেন না দোকানের কোনও কর্মী। জানেন শুধুমাত্র দোকানের মালিক মহম্মদ সিদ্দিকি ও তার মা।
সিদ্দিকি বলছেন, ‘এই পান আমার মা আমাকে বিয়ের পর দেন। বলেন, খেয়ে ভাল লাগলে বিক্রি করিস। পরে আমি এই বিশেষ পান দোকানের মেনুতে যুক্ত করি।’সেই থেকে লোকমুখে জনপ্রিয় হয়ে যায় এই কোহিনুর পান। এই পানের নাকি এমনই মহিমা যে দোকানে নবদম্পতিদের ভিড় কমেই না। শুধু পুরুষ নয়, নারীদের জন্যও রয়েছে যৌনতাবর্ধক শক্তিযুক্ত এক বিশেষ ধরনের পান। তার নাম ‘লেডিজ স্পেশ্যাল কোহিনুর’।
তবে ৫০০০ রুপি দিয়ে পান কেনার ক্ষমতা সব মানুষের নেই। সেই জন্য ওই কোহিনুর পানের একটি সস্তার সংস্করণও রয়েছে দোকানটিতে। এই পানের প্যাকেজিংও আপনার নজর কাড়বে। একটি সুসজ্জিত নকশা আঁকা ডিজাইনার বাক্সে করে এই পান দেওয়া হয় ক্রেতাদের। বাক্সের ভিতরে পান ছাড়াও থাকে এক ধরনের বিশেষ আতর। তারা পান সেন্টারে প্রতিদিন অন্তত ১০ হাজার পান বিক্রি হয়। যার মধ্যে হামেশাই থাকে এই কোহিনুর পান।
শুধু কোহিনুর নয়, এই দোকানে রয়েছে আরও বাহারি নামের পান। যেমন: পানিমুন মশলা পান, রাজারানী মশলা, কোলকাতা বাদশাহি পান, কারানজি বাদশাহি পান, রাম পায়ারি পান, বেলগাম চাটনি পান, মশলা ছোট নওয়াব পান ইত্যাদি।