
‘সুযোগ দে, নইলে ধর্ষণের ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দিবো’-ভিডিও
রাজধানীর ভাষানটেক এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে বাসায় ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে।মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বেশ কয়েকমাস ধরে ঐ শিশুকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা। পরিবার থানায় মামলা করার পর গ্রেফতার করা হয় অভিযুক্ত রহমান দেওয়ানকে।ঢাকার মিরপুরের ভাষানটেক এলাকায় গত তিন-চার মাস আগে এলাকার প্রভাবশালী ব্যক্তি রহমান দেওয়ান ফোন নম্বর নেয়ার কথা বলে সু-কৌশলে নিজ বাসায় ডেকে নেয় প্রতিবেশীর ১১ বছরের কন্যা শিশুকে। পরে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় তাকে। ভিডিও ধারণ করা হয় মোবাইলে। এমন অভিযোগ নির্যাতিতার পরিবারের।
এখানেই শেষ নয়। এরপর ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে রহমান দেওয়ান মেয়েটিকে কয়েকদফা ধর্ষণ করে। পরবর্তীতে সইতে না পেরে মেয়েটি আত্মহত্যা করতে গেলে ঘটনা জেনে যায় পরিবার।রোববার মামলা করে নির্যাতিতার স্বজনরা। আর এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে প্রচার না করার শর্তে অভিযুক্তের লোকজন ঘুষ দেয়ার চেষ্টা করে সাংবাদিকদের।পরে অভিযুক্তের সন্তান ও স্ত্রী দাবি করেন ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে রহমান দেওয়ানকে।শিশুটি নিজের মুখেই এ ঘটনার বর্ণনা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।আইন অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে ধর্ষণের আলামত সম্পর্কে – সময় টিভি