
পুলিশের খাকি পোশাকের গোপন রহস্য জানেন!
পুলিশের পোশাকের রং খাকিসমাজের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োগ করা হয় পুলিশদের। বিশ্বের সকল দেশেই রয়েছে নিজেদের পুলিশ প্রশাসন। প্রতিটা দেশে পুলিশদের পোশাক ভিন্ন রঙের। যেগুলি সেই দেশের পুলিশের পোশাক বা ইউনিফর্ম বলা হয়।
ভারতে পুলিশের পোশাকের রং খাকি। বিভিন্ন পুলিশ কেন্দ্রিক সিনেমায় বারবার করে খাকি উর্দিধারীদের দেখা গিয়েছে খাকি পোশাক নিয়ে গর্ব করতে। কিন্তু ভারতে পুলিশদের এই বিশেষ রঙের পোশাক কেন?
বিশ্বের সকল দেশেই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই তৈরি হয়েছে পুলিশের পোশাক। ভারতের ক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি। খাকি শব্দটি একটি হিন্দি শব্দ। বাংলায় যার অর্থ মাটি। পুলিশের পোশাকের রঙ খাকি করার অর্থ হচ্ছে, এই রঙের পোশাক পরিধান করে পুলিশের আজে নিযুক্ত দেশের যুব সমাজ যেন সঠিকভাবে দেশের মাটিকে রক্ষা করতে পারে। ভারতে পুলিশ বাহিনীর পোশাকের রঙ খাকি হওয়ার এটাই কারণ।