
নগ্ন করে ৮৮ ছাত্রীকে নজিরবিহীন শাস্তি!
প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘অশ্লীল’ শব্দ লেখার অপরাধে পোশাক খুলতে বাধ্য করা হলো ৮৮ ছাত্রীকে। সম্প্রতি অরুণাচল প্রদেশের একটি স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কে ওই ‘অশ্লীল’ শব্দ প্রয়োগ করেছে, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কিন্তু, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই কেন ৮৮ জন ছাত্রীকে ওই ধরণের শাস্তি দেওয়া হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন।
ঘটনাস্থল, অরুণাচল প্রদেশের পাপুম পারা জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। অভিযোগ, ওই স্কুলেই নাকি সম্প্রতি কেউ বা কারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করে। বিষয়টি জানাজানি হতেই গোটা স্কুল জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এরপরই ‘অভিযুক্তকে’ খুঁজে বের করতে ক্লাস সিক্স এবং সেভেনের ৮৮ জন ছাত্রীকে পোশাক খুলে শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ। গান্ধী বালিকা বিদ্যালয়েরই ৩ সহশিক্ষক ওই কীর্তি করেন বলে অভিযোগ।
গত ২৩ নভেম্বর ওই ঘটনা ঘটলেও, তা প্রকাশ্যে আসে ২৭ নভেম্বর। জানা যায়, ২৭ নভেম্বর অল সাগলি স্টুডেন্ট ইউনিয়নে অভিযোগ দায়ের করে ৮৮ জন ছাত্রী। এরপরই বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘অশ্লীল’ শব্দ প্রয়োগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতেই শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়ে শাস্তির নিদান দেন স্কুলের ২ সহকারী শিক্ষক সহ একজন জুনিয়র শিক্ষক।
পুলিশ জানিয়েছে, পড়ুয়া এবনং তাদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হবে গান্ধী বালিকা বিদ্যালকের ৩ শিক্ষককে। তদন্ত করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। যদিও, ওই স্কুলের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। সূত্র: জি নিউজ।