
দেখে নিন মালেশিয়ায় অবৈধ বাংলাদেশীদের বৈধ হবার সর্বশেষ সুযোগ
মালয়েশিয়ায় ‘রি-হেয়ারিং’ প্রোগ্রামের আওতায় অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে।এ জন্য দেশটিতে বাংলাদেশ দূতাবাসহ বিভিন্ন প্রদেশে কনস্যুলার সেবা কেন্দ্রগুলোতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা।
শনি ও রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটি থাকায় সেখানে কর্মরত প্রবাসীদের কনস্যুলার সেবা দিচ্ছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। শনিবার পেনাংয়ের বিশপ স্ট্রিট দূতাবাসের কনস্যুলার অফিসে এবং রোববার বুকিত মারতাজামের সরকার নিয়ন্ত্রীত অগ্রণী রেমিটেন্স হাউজে এ সেবা দেয়া হচ্ছে।
প্রবাসীদের পাসপোর্টের আবেদন জমা দেয়া এবং ডিজিটাল পাসপোর্ট বিতরণে রয়েছেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা শাখার অফিস সহকারি সুশান্ত সরকার, আরিফুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন।
শনিবার সকালে এ সেবার উদ্বোধন করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার।