182490

সিনেমা নিয়ে শাকিব খানের স্বপ্নগুলো..

বিনোদন ডেস্ক : ‘আমি স্বপ্ন দেখি, একদিন উন্নত দেশের বিমানবন্দরে নামব, দেখব বাংলাদেশের ছবির বিলবোর্ড। যে কোনও একটা বড় শপিংমলে যাব, দেখব সেখানের টপচার্টে বাংলাদেশি ছবি অথবা গান!’

গত সপ্তাহে একটি ছবির মহরত শেষে এভাবেই দেশের সিনেমা নিয়ে নিজের স্বপ্নের কথাগুলো বলছিলেন শাকিব খান। ঢালিউডের এ শীর্ষ নায়ক আরও জানান, বাংলাদেশের ছবি এখন সঠিক পথেই আছে। এখন অনেক নতুনরা কাজ করছেন। শুধু নায়ক-নায়িকা হিসেবে নয়। পরিচালক-প্রযোজকও নতুন।

শাকিব বলেন, ‘নিজের পজিশন নিজেই তৈরি করে নিতে হয়। আমাদের দেশে এখন অনেক নায়ক। নতুন নির্মাতারা ভালো করছেন। সবমিলিয়ে বেশ ভালো অবস্থায় যাচ্ছে আমাদের সিনেমা।’

এদিকে শাকিব ‘নোলক’ নামের ছবির কাজে ২৫ নভেম্বর ভারতের হায়দরাবাদে গেছেন। ছবিতে তার নায়িকা ববি। রাশেদ রাহা পরিচালিত ও বি হ্যাপি এন্টারটেইনমেন্ট প্রযোজনার এ ছবিটিতে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী প্রমুখ। ছবির শুটিং শুরু হবে ভারতের রামোজি ফিল্ম সিটিতে।

এমটিনিউজ

ad

পাঠকের মতামত