182338

ড্যারেন স্যামির ঝড়ে রানের পাহাড় গড়ল রাজশাহী কিংস

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে যাচ্ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলাররা। উইকেটও মিলছিল নিয়মিত।

কিন্তু রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামি উইকেটে আসতেই যেন বদলে গেল ম্যাচের রূপ। ২২ গজে শুরু হয়ে গেল ক্যারিবীয় ঝড়! ৬ ছক্কার বিপরীতে বাউন্ডারি হাঁকালেন মাত্র ১টি। এতেই ২০ ওভারে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮৫ রান। স্যামির দলে আজ মুস্তাফিজ যুক্ত হওয়ায় তামিম ইকবালের দলের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে রাজশাহী কিংস। দুই ওপেনার ডোয়াইন স্মিথ এবং মুমিনুল হক উড়ন্ত সূচনা এনে দেন। ৪৩ রানের জুটি গড়ার পর স্মিথকে (১৯) বোল্ড করে দেন তরুণ পেসার মোহাম্মদ সাইফ উদ্দিন। ১৬ বলে ২৩ রান করা মুমিনুল হক অলক কাপালীর অসাধারণ এক থ্রোতে রান-আউট হয়ে বড় ইনিংস খেলতে পারেননি।

রাজশাহীর ইনিংসে তৃতীয় আঘাত হানেন আল-আমিন হোসেন।

জাকির হাসানকে ব্যক্তিগত ১৩ রানে কট অ্যান্ড বোল্ড করে দেন তিনি। এরপর আবারও সাইফ উদ্দিনের আঘাত। ইমরুল কায়েসের তালুবন্দী হয়ে ফিরে যান মুশফিকুর রহিম (৮)। এবারের আসরে মুশফিকের ব্যাট যেন কথাই বলছে না। সাইফ উদ্দিনের তৃতীয় শিকার হওয়ার আগে তিন নম্বরে নামা লুক রাইট ৩৬ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস উপহার দেন।
হাসান আলীর বলে ফ্র্যাংকলিন (১৪) এলবিডাব্লিউ হয়ে যাওয়ার পর উইকেটে আসেন অধিনায়ক ‘ডিজে স্যামি’। তিনি উইকেটে আসতেই শুরু হয় ক্যারিবীয় ব্যাটিং ঝড়। আঁটসাটো বোলিংয়ে ম্যাচের নিয়নত্রণ রাখা কুমিল্লা ভিক্টোরিয়ানস বোলাদের তুলাধুনা করে ছাড়েন তিনি ১৪ বলে ১ চার ৬ ছক্কায় অপরাজিত ৪৭ রান করে মাঠ ছাড়েন তিনি। নির্ধারিত ২০ ওভারে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮৫ রান।

ad

পাঠকের মতামত