182274

সৌদি নারীদের নতুন প্রতিবন্ধকতা…

সৌদি আরবে নারীদেরকে গাড়ি চালানোর বৈধতা সারাবিশ্বে যতটা আলোড়ন ছড়িয়েছিলো, ধীরে ধীরে সেটি নিমজ্বিত হচ্ছে দেশীয় আইনের প্রভাবে।

বেশ কিছু স্থানীয় পত্রিকায় নারীদের গাড়ি চালানো নিয়ে বিভিন্ন প্রতিবেদন লেখা হয়েছে। কয়েকটি প্রতিবেদনে লেখা হয়েছে ইতিবাচক দিকের কথা। অন্যদিকে রাস্তায় নারীচালকের গাড়ি দেখলেই প্রশাসনের জরিমানার ফাইল বের হওয়ার বিষয়টিও আর লোকচক্ষুর আড়ালে নেই।

বেশ কিছু সুত্র জানাচ্ছে, সৌদির রাস্তায় নারীরা গাড়ি নিয়ে বের হলেই বেশ কিছু জরিমানার শিকার হচ্ছে যার বেশিরভাগই নারীদের জন্য প্রযোজ্য নয়। কয়েকটি স্থানে কোন কারণ ছাড়া নারী চালকের গাড়ি থামিয়ে রাখার তথ্য পাওয়া গিয়েছে।

মঙ্গলবার স্থানীয় একটি সংবাদ পত্রের প্রতিবেদনে প্রশাসনের দিকে তীর ছুঁড়ে বলা হয়, সরকার থেকে নারীদেরকে গাড়ি চালানোর অনুমতি দিলেও প্রশাসন কেনো তাদেরকে জরিমানা দিয়ে আটকে রাখতে চাইছে?

প্রশাসন থেকে এখনো এই বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী সপ্তাহে এ সম্পর্কে একটি সংবাদ সম্মেলন করা হবে বলে জানা গেছে। আল-আরাবিয়া

ad

পাঠকের মতামত