182090

পরস্পরকে কোপালেন স্বামী-স্ত্রী

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে পরস্পরকে কুপিয়ে আহত করেছেন স্বামী-স্ত্রী।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার রাজঘাট চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- স্বপন তাতী (৪৫) ও তার স্ত্রী পান্না তাতী (৩৫)।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বপন তাতী ও পান্না তাতী (৩৫) ধারালো দেশীয় অস্ত্র দিয়ে একে অপরকে কুপিয়ে আহত করেন।

পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী পান্না তাতী তার বাবার বাড়িতে ছিলেন। স্বামী ও স্ত্রী উভয়ের বাড়ি পাশাপাশি থাকায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। তারই জের ধরে আজকে পরস্পর পরস্পরকে কুপিয়ে আহত করেন।তবে, পান্না তাতীর ছোট ভাই মনা বলেন, আমার বোনকে মারধর করলে আমার ভাই আকাশ আমার বোন জামাই স্বপন তাতীকে মারধর করেন। তিনি আরো বলেন, তাদের মধ্যে দীর্ঘ দুই তিন বছর ধরে পারিবারিক সমস্যা চলে আসছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো সংবাদ থানায় আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : ঢাকাটাইমস

ad

পাঠকের মতামত