182127

আল্লাহ যাদেরকে খুব বেশি ভালোবাসেন

আল্লাহর ভালোবাসা কে না পেতে চায়। অল্লাহ অবশ্যই ভালোবাসেন তার সব বান্দাকেই। তবে যারা আল্লাহর অনুগত্যের মধ্য দিয়ে নেক কাজে জীবন অতিবাহিত করে তাদেরকে আল্লাহ তায়ালা সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তায়ালা বলেন,

আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। আর কতইনা উত্তম হত যদি এ জালেমরা পার্থিব কোন কোন আযাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে, যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিনতর। (সুরা বাকারা-১৬৫) আর তোমরা ইহসান করো; নিশ্চই আল্লাহ্ ইহসান কারীদের কে ভালবাসেন। (বাক্বারা-১৯৫) নিশ্চই আল্লাহ্ তওবাকারীদের কে ভালবাসেন। (বাক্বারা-২২২) আর আল্লাহ্ ধৈর্যশীলদের কে ভালবাসেন। (আলে ইমরান-১৪৬) আল্লাহর প্রতি ভরসা করো;নিশ্চই আল্লাহ্ তার উপর ভরসাকারীদের কে ভালবাসেন। (আলে ইমরান-১৫৯) তুমি তাদের মধ্যে ন্যায় বিচার করো;নিশ্চই আল্লাহ্ ন্যায়বিচারকদের কে ভালবাসেন। (মায়েদা-৪২) নিশ্চই আল্লাহ্ মুত্তাকী দের কে পছন্দ করেন। (তাওবা-৪) আর তিনি পবিত্রতা অবলম্বনকারী দের কে ভালবাসেন। (বাক্বারা-২২২) নিশ্চই আল্লাহ্ তাদের কে ভালবাসেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে শীশাঢালা প্রাচীর এর মতো। (সাফ-৪)

যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা ঈমানদারদের প্রতি অত্যন্ত কোমল কিন্তু কাফেরদের প্রতি খুবই কঠোর, যারা সমালোচনাকারীদের সমালোচনাকে পড়োয়া করেনা, তারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহও তাদেরকে ভালোবাসেন। (মায়িদাহ-৫৪)

আল্লাহ বলেন, (হে রাসুল!) আপনি বলুন, যদি তোমরা প্রকৃতই আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো। তাহলেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গোনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। (আলে ইমরান-৩১)
যে ব্যক্তি নিজ প্রতিজ্ঞা পূর্ন করবে এং পরহেজগার হবে, অবশ্যই আল্লাহ পরহেজগারদেরকে ভালবাসেন। (সুরা ইমরান-৭৬)

যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন। (সুরা ইমরান-১৩৪) ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালবাসেন। ( সুরা মুমতাহিনা-৮)

ad

পাঠকের মতামত