
আত্মহত্যা আরও এক কলেজ ছাত্রীর
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় অনুপমা রায় (১৭) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার নওদাবাস ইউনিয়ন ১ নং ওয়ার্ডের দোলাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
অনুপমা ঐ এলাকার ভুপেন চন্দ্র রায়ের মেয়ে। সে গেন্দুকুড়ি আইডিয়াল মহিলা কলেজের ইন্টার ১ম বর্ষের ছাত্রী।
ভুপেন্দ্র চন্দ্র রায়ের ছেলে বিধান চন্দ্র (১৩) বলেন, বাবা-মা আজ সকালে গোঁতামারীতে আমার এক অসুস্থ মামাকে দেখতে যায়। দুপুরে আমার চাচাত বোন তাপসী রাণীসহ (১৪) বাড়িতে এসে ঘরে ডুকে দেখি আপু ঘরের ফ্যানের সাথে গলার ওড়না পেচিয়ে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন। খরব পেয়ে গোঁতামারী থেকে বাবা-মা ছুটে আসেন এবং পুলিশ এসে ঘর থেকে লাশ উদ্ধার করেন। তবে কি কারনে অনুপমা আত্মহত্যা করতে পারে এবিষয়ে কেউ কিছুই বলতে পারেনি।
নওদাবাস ইউপি চেয়ারম্যান বাবু অশ্নীকুমার বসুনিয়া ঐ কলেজ ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।