181473

‘আমাকে এমন প্রশ্ন করা হবে আমি কখনোই ভাবি নি’

স্পোর্টস ডেস্ক: এবারের বিপিএলে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে বিপিএল উপস্থাপনা। আর এবারের সেই বিপিএলের উপস্থাপনার নিয়ে বিতর্কও হয়েছে অনেক। বিশেষভাবে ক্রিকেটার মুক্তার আলীর সাক্ষাতকার নিয়ে।

মুক্তার আলীর সাথে বিপিএলের উপস্থাপিকার সাক্ষাতকার ছিলো এমনঃ

— সিলেটের একটা ফেমাস জিনিস হচ্ছে সাত রঙের চা… খেয়েছেন কখনও?
— জি খেয়েছি।
— আচ্ছা… প্র্যাকটিসের পাশাপাশি খাচ্ছেন, নাকি খেলার পাশাপাশি খাচ্ছেন— কোনটা?

একই সময় করা আরেক প্রশ্নের নমুনা ছিল এই-

— খুলনা টাইটান্স এবং ঢাকা ডায়নামাইটস খেলছে। আপনি বিয়ে করেছেন?
— না…
— কোথাকার মেয়েদের ভালো লাগে? খুলনা টাইটান্স নাকি ঢাকা ডায়নামাইটস?

 

মুক্তারকে উপস্থাপিকার করা এমন উদ্ভট প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় রসিকতা ও সমালোচনা। আর এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন একাত্তর টিভিকে তিনি বলেন, ‘আমি ভাবিনি যে এ ধরণের কোনো প্রশ্ন করা হবে। আমি মনে করেছিলেন ক্রিকেটীয় কোনো প্রশ্ন করা হবে হয়ত। হঠাৎ করেই এ ধরণের প্রশ্ন করা হয়েছে…’

এমন প্রশ্ন শুনে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে মুক্তার বলেন, ‘আসলে আমাকে বলা হয়েছিল অন্য প্রশ্ন করা হবে। কিন্তু এরকম হঠাৎ করে প্রশ্ন করা হয়েছে… আমি বুঝতে পারিনি। ’

একজন ক্রিকেটার হিসেবে ব্যাপারটিকে বিচার করে মুক্তার বলেন, ‘অবশ্যই এটা খারাপ। বিভিন্নজন বিভিন্নরকম কথা বলছে। আমাদের ক্রিকেট মাঠে ক্রিকেট প্রসঙ্গে কথা বললেই ভালো হয়। অন্য ব্যাপারে কথা না বলাটাই ভালো বলে মনে করি আমি। ফ্যামিলি থেকে তেমন কিছু বলেনি, তবে বন্ধুরা বলছিল যে খেলার মাঠে এ ধরণের প্রশ্ন করা উচিত হয়নি। আমার কাছের বন্ধুরা বলছিল- তুই উত্তর দিতে গেলি কেন? তুই বলতে পারতি- আপনি ক্রিকেট প্রসঙ্গে কথা বলেন। ’

ad

পাঠকের মতামত