181360

২৫ কোটি টাকা গিসেলের কুমারিত্বের মূল্য

২৫ কোটি টাকায় (২৫ লাখ ইউরো) নিজের কুমারিত্ব বিক্রি করেছেন ১৯ বছর বয়সী এক মার্কিন মডেল। গিসেল নামের ওই মডেলের পেছনে এই বিপুল পরিমাণ অর্থ ঢেলেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক ব্যবসায়ী।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের বরাত দিয়ে দি ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়, গিসেলকে কুমারিত্ব বেচতে সাহায্য করেছে সিনডারেলা এসকর্ট নামে একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটি কুমারিত্ব নিলামে তোলে এবং সর্বোচ্চ অর্থদাতার কাছে বিক্রি করে। সেখানে বলা হয়, প্রাপ্ত অর্থ গিসেলের লেখাপড়ার কাজে ব্যবহার করা হবে।

এ বিষয়ে গিসেল বলেন, আমি স্বপ্নেও ভাবিনি নিলাম থেকে এত অর্থ আসবে। আমার স্বপ্ন যেন সত্যি হলো। তবে আমার কুমারিত্ব বিক্রিকে অনেকেই নেতিবাচক হিসেবে নিয়েছেন। তবে অনলাইনে কুমারিত্ব বিক্রির বিষয়টি সম্পূর্ণ নারী স্বাধীনতার বিষয়।
গিসেলের জন্য অর্থ খরচ করা আবুধাবির ওই ব্যবসায়ীর পরিচয় প্রকাশ করা হয়নি। নিরাপত্তার ঘেরাটোপে গিসেলকে নিয়ে যাওয়া হবে তার কাছে।

এর আগে ২০১৬ সালে সিন্ডারেলা এসকর্টের মাধ্যমে হংকংয়ের এক ব্যবসায়ীর কাছে নিজের কুমারিত্ব নিলামে বিক্রি করেন রোমানিয়ার মডেল আলেকজান্দ্রা কেফ্রেন।

ad

পাঠকের মতামত