181401

লিফটের ভেতরে চিৎকার, দরজা কেটে উদ্ধার করা হলো এমপি মনির ইসলামকে

হঠাৎ বিদ্যুৎ চলে গেলো, লিফটের ভেতরে আটকা পড়ে ভয়ে চিৎকার শুরু করলেন এমপি মনির ইসলাম, অবশেষে লিফটের দরজা কেটে উদ্ধার করা হলো যশোর-২ (চৌগাছা ও ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য এডভোকেট মনিরুল ইসলামকে।

এসময় এমপি সহ আরো ৩ জন দর্শনার্থী লিফটের মধ্যে অবস্থানরত ছিলেন । তাৎক্ষনিক ভাবে ন্যাম ভবনের কর্মরত কর্মীর তাকে উদ্ধার করে।

ঘটনাটি ঘটে শনিবার রাত ৯ টায় (সংসদ সদস্য ভবন) ন্যাম ভবনের ৬ নং ভবনে । জানা যায় ওই মুহুর্তে , মার্কেটের জেনারেটরেও তেল ছিলো না।

ad

পাঠকের মতামত