181187

এবার কথার লড়াইয়ে ইমরুল-রুবেল!

ফের কথার লড়াই! কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইমরুল কায়েস আর রংপুর রাইডার্সের রুবেল হোসেন। ঝগড়ায় জড়ালেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার। হঠাৎ রেগেমেগে ইমরুলের দিকে তেড়ে যান রুবেল। প্রচণ্ড রাগে কিছু একটা বলতে থাকেন ইমরুলকে। শান্ত স্বভাবের ইমরুলও জবাব দিতে থাকেন। এক পর্যায়ে আম্পায়ার এসে আলাদা করে দেন দুজনকে।

ইমরুলের সঙ্গে কী নিয়ে লেগেছে রুবেলের তা জানা যায়নি। জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।

প্রসঙ্গত, ১০ দিন আগে মাশরাফির দিকে তেড়ে গিয়ে বিপদে পড়েছিলেন শুভাশীষ। পরে সংবাদ সম্মেলন এবং তিন দফা ফেসবুক লাইভে এসে পরিস্থিতি ঠাণ্ডা করেন দেশের জনপ্রিয়তম অধিনায়ক।

ad

পাঠকের মতামত