180900

হোটেলে বিছানার চাদর সাদা হয় কেন জানেন?

হোটেলের রুম বা ঘরগুলো স্বাভাবিক ভাবেই খুবই জীবাণুযুক্ত হয়ে থাকে। হোটেল রুমের হেয়ার ড্রাইয়ার কোনো ভাবেই ব্যবহার করা উচিত নয়। এমনকি যে কেটলিতে করে আপনাকে চা বা কফি দেওয়া হয় সেটাও ব্যবহার না করা শ্রেয়।

তবে হোটেল রুমের যে ব্যাপারে আপনি সব থেকে নিশ্চিত থাকতে পারেন তা হল, বিছানার চাদর। সাদা রঙের বিছানার চাদর।

হোটেলে সাদা রঙের বিছানার চাদর ব্যবহার হওয়ার কারণ হচ্ছে, দেখা মাত্রই সাদা রঙ মানুষের মনে শুভ্রতা এবং পরিচ্ছন্নতার কথা ভাবায়। সাদা কাপড় থেকে সহজে দাগ উঠতে চায় না।

তাই আপনি যখন দেখবেন আপনার হোটেল রুমের বিছানার চাদরটি ধবধবে সাদা তখন স্বাভাবিক ভাবেই ভাববেন যে, সেটি সদ্য পরিষ্কার করা এবং এখনো ব্যবহার করা হয়নি।

সাদা রঙ বিলাসীতার ছাপও বটে, তাই হোটেল কম বিলাসী হলেও বিছানায় সাদা চাদর ব্যবহার করতে দেখা যায়।

ওয়েস্টিন এবং শেরাটন হোটেলের ভাইস প্রেসিডেন্ট অব ডিজাইন, এরিন হুভার হাফিংটন পোস্টকে বলেন, ‘দৃষ্টিগত ভাবে সাদা চাদরের ধারণাটি বেশ গুরুত্বপূর্ণ। সাদা বিছানার চাদর বিলাসীতা এবং রাতের ভালো ঘুমের ইঙ্গিত করে।’

হোটেলে বিছানার চাদর ছাড়াও টাওয়েল এবং বাথরোবেও সাদা রঙের প্রাধান্য দেখা যায়। এর একটি বাস্তব উদ্দেশ্যে রয়েছে- বিছানার চাদর, তোয়ালে, বাথরোব অর্থাৎ সব কাপড় একসঙ্গে পরিষ্কার করা সম্ভব হয় কম সময়ে।

ad

পাঠকের মতামত