180647

পর পর ২ টি গোল খেয়ে বিপাকে আর্জেন্টিনা, খেলাটি লাইভ দেখুন (সরাসরি)

২০১৮ রাশিয়া বিশ্বকাপের এখনও প্রায় ৭ মাস সময় বাকি। তার আগেই নিজেদের প্রস্তুতি ও কন্ডিশন ক্যাম্প সেরে নিতে চাইছে অংশগ্রহন কারি দল গুলো। তারই অংশ হিসেবে একের পর এক প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল, আর্জেন্টিনা সহ অনেক দল।

২০১৮ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়াকে দুই দিন আগে ১-০ গোলে হারিয়েছিল মেসির আর্জেন্টিনা। আজ হোর্হে সাম্পাওলির দলের প্রতিপক্ষ নাইজেরিয়ার বিপক্ষে ২-৪ গোলে হারল আর্জেন্টিনা ।

 

https://www.youtube.com/watch?v=9qNLb82MxFA

ad

পাঠকের মতামত