জয়ের সিনেমায় আসার বিষয়ে যা বললেন অপু…
দীর্ঘ বিরতির পর ‘কাঙ্গাল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
মঙ্গলবার হয়ে গেল অপুর নতুন সিনেমা ‘কাঙ্গাল’র মহরত।
বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার মহরত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন অপু।
তিনি এ সময় সিনেমায় ফেরা, শাকিব খানের সঙ্গে সংসার ও সন্তানসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
শাকিব-অপুর শিশুসন্তান জয় সিনেমায় অভিনয় করছেন, এমন একটি খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।
এ বিষয়ে অপু বলেন, ‘আসলে সংবাদটি একেবারেই সত্য নয়। শিশুপুত্রকে এ মুহূর্তে অভিনয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা তাদের নেই। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের প্রতিও বিরক্তি প্রকাশ করেন অপু।’
নতুন সিনেমায় অপুর সঙ্গে আরও অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পী ও ডিএ তায়েব। আগামী বছরের শুরুতে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।